“তোমাকে পেতাম যদি “

প্রিয়জনকে ভুলে থাকার জন্য যতই ব্যাস্ত থাকা হোক সেটা শুধু দিনের বেলায় সীমাবদ্ধ ,
রাতের দ্বিপ্রহরে অনিচ্ছা সাত্তেও তাকে মনে পড়বেই ,
নিজের অজান্তে বুকের গভীর থেকে একটা দীর্ঘশ্বাস আপনা থেকেই বেরিয়ে আসবে ,
অকারণে চোখ ভেসে যাবে জলে ,
একবার হলেও মনে হবে “ভালবাসা মানে কষ্টের একটা আহত চরণ 
“তোমাকে পেতাম যদি “
……………………………..
ভাবনা

0 comments:

Post a Comment