গাধারাই বিয়ে করে

আমাদের হাফিজ ভাইয়া ও তার ছেলে ছুটির দিনে চিড়িয়াখানায় বেড়াতে গেলো।
এক খাঁচার সামনে দাঁড়িয়ে বাবাকে ছোটো ছেলেটি প্রশ্ন করলো : বাবা, ঐটা কী প্রাণী?
হাফিজ ভাইয়াঃ ঐটা একটা গাধী।
ছেলে : বাবা, গাধী কী?
হাফিজ ভাইয়াঃ গাধী হলো গাধার স্ত্রীলিঙ্গ। সহজ করে বললে গাধার বউ গাধী।
ছেলে: বাবা, গাধারা কি বিয়ে করে?
হাফিজ ভাইয়াঃ (বড় দীর্ঘশ্বাস ছেড়ে) : হ্যাঁ খোকা, একমাত্র গাধারাই বিয়ে করে !

1 comment:

  1. আরো নতুন নতুন Jokes পড়তে ভিজিট করুন
    WWW.VALOBASARGOLPO2.XYZ

    ReplyDelete