মেঘলা-মেয়ে



এই যে দেখি মেঘলা-মেয়ে
একলা কোথায় যাওগো ধেয়ে ?
জানো না কি হেথায় আসতে মানা,
মেঘের কোলে এ সে মেয়ে
পানসি ছায়া আসছো খেয়ে
ভিজিয়ে মেঘে আপন দুখান ডানা।
ভাবছো কেন তোমার মনে
আঁধার জমে মনের কোণে
পাশেই আছে তোমার বন্ধু রাখি,
সদাই পাশে পলে ও ক্ষণে
স্মরণ করে ডেকো নির্জনে
বলবে সে জন এ মনেতে থাকি।

1 comment:

  1. আরো নতুন নতুন Jokes পড়তে ভিজিট করুন
    WWW.VALOBASARGOLPO2.XYZ

    ReplyDelete