শিউলি ফুলের ডালা

তোর জন্য আমি আর শিউলি ফুলের ডালা সাজাব না।
তোর জন্য আমি আর অপেক্ষা করব না।
কিন্তু তবুও...শরতের ভোরে যখন শিউলি গাছটা ফুলে ফুলে সেজে থাকবে,গাছতলাটা হবে শিউলি ফুলের বিছানা,সবাই যখন স্বপ্নের রাজ্যে ঘুরতে ব্যস্ত থাকবে,সেই কাকডাকা ভোরে আমি একা খালি পায়ে শিউলিতলায় যাব।সবগুলো শিউলি কুড়িয়ে নিয়ে জলে ভাসাব আমি।


0 comments:

Post a Comment