অধরা


ম্লান চোখের ক্লান্ত দৃষ্টি দিয়ে ঠায় চেয়ে থাকি শুভ্র দেয়ালটার দিকে....
.হটাত'ই যেন দেয়ালটা স্বচ্ছ একটা কাচে পরিণত হতে চায়! 
ওপাশে ঝাপসা ভাবে ভেসে উঠতে থাকে আমার অগন্তি ভাবনার ছায়াগুলো.....অস্পষ্ট, অথচ কত তীব্র!
 কেমন যেন একটা দুর্নিবার ব্যকুলতার ঢেউ বয়ে যায় আমার ভিতর...
ছায়াগুলোকে ছুয়ে দেখতে ইচ্ছে করে খুব!....
অধরা রয়ে যাবার আকাঙ্খা আমার জন্মগতই !...
.তাই হয়ত কেউই আমাকে ধরে রাখতে পারেনি কখনো ..
 আমার মত আমার ভাবনারও অধরা!.
...আমি নিজেও কখনো পারিনি তাদের ধরে রাখতে বা বেধে রাখতে..
তারা শুধু সংগপনেই আসে আর যায়......
মাঝে মাঝে ঝির ঝির বৃষ্টি হয়ে ঝরে যায় আমার ভিতরটায়!

1 comment:

  1. আরো নতুন নতুন Jokes পড়তে ভিজিট করুন
    WWW.VALOBASARGOLPO2.XYZ

    ReplyDelete