একটি রাতজাগা পাখির গল্প


মধ্যরাতের জমাটবাঁধা কস্টগুলো-
মেঘের মত ছড়িয়ে পড়ে এই হৃদয়ের আকাশে...
কিছুতেই ঘুমাতে পারিনা...
আমার ঘুম আসেনা...
চোখের পাতার নিচে-
আমি শুধু নির্জনে লেপন করি তার কালিমাটুকু!
কস্টের আড়াল থেকে নিষ্ঠুর পূর্ণিমার মতো...
অবাক জোছনা বিলাও এই হৃদয়ের আঙিনায়!
শিশির বিন্দু হয়ে টপটপ করে ঝরে পড়ে-
আমার দু’চোখের অশ্রুগুলো!
রাত্রি বাড়ে...
কুয়াশার ধূসর অন্ধকারে-
যন্ত্রনায় ছটফট করে রাত জাগা পাখি!
আমি নির্বাক তাকিয়ে থাকি আকাশের পানে...
ভ্রান্ত চাঁদের বুকে খুঁজে ফিরি তোমার মুখচ্ছবি!
হে আমার যন্ত্রণার দেবী...
আর কত লুকোচুরি খেলবে তুমি?
পাবার আগেই হারিয়ে ফেলেছি তোমাকে...
এবার তো মুক্তি দাও!



-তানভীর আহমেদ তপু

0 comments:

Post a Comment