ভালবাসা বেড়ে যায়

আমি ভালবাসি যারে
সেকি কভু আমার
হতে দূরে যেতে পারে!!
---রবীন্দ্রনাথ ঠাকূর

কি বিশ্বাস কি ভরসা নিয়ে কথা গুলো লেখা .তবুও সে চলে যায় অথবা বলা যায় তাকে যেতে হয় দূরে ।

যাকে এতোটা ভালবেসে আকড়ে থাকতে চাই বুঝিনা তার মনের কথাটা ,সেও কি অামার মত অমাকেই ভালবাসে ? নাকি অমার জন্য তার মনে জায়গা নেই একফোটা .যদি ভালবাসেই তবে কেন সে দূরে রাখে অামাকে ? ইচ্ছা করে নাকি  অসহায় হয়ে ....!!! তবুও ভালবাসাটা তো আর কমেনা বরং কষ্ট পেলে সেটা বরং বাড়তে থাকে .বাড়তে থাকে তাকে পাওয়ার ইচ্ছাটা ,অবাধ্য হতে থাকে প্র্র্রেমটা ।


 ...............................ভাবনা

2 comments: