***বন্ধুত্ব**





 বন্ধু
সে নয়,যে তোমাকে gift
দেয়।
বন্ধু হল সে,
যে তোমার টি
শার্ট
টি নিয়ে আর
ফেরত দেয় না।
বন্ধু
সে নয়,যে তোমাকে invite
করে।
বন্ধু হল সে,
যে তোমার
বাড়িতে এসে বলবে কি রান্না হয়েছে
খেতে দে।
বন্ধু
সে নয়,যে তোমাকে phone
করে দেখা করতে বলে।
বন্ধু হল সে,
যে তোমার বাসার
সামনে এসে বলবে *কই
দোস্ত*।
বন্ধু
সে নয়,যে তোমার
মৃত্যুর
পর
তোমায় ভুলে যাবে।
বন্ধু হল সে,
যে তোমার কবরের
পাশে গিয়ে কাদঁবে এবং বলবে এই
নে তোর *টি_
শার্ট*।
আর ফিরিয়ে দে
আমার বন্ধুত্ব।




3 comments: