আমি এখনও অপেক্ষায় থাকি তোমার জন্য
তোমার দুষ্ট চোখের চাউনি,
তোমার মিষ্টি করে বলা ভালবাসা
তোমার রাগ করে দূরে থাকা
তোমার বুঝে নেওয়া আমার অভিমান
তোমার আপ্রাণ চেষ্টা আমার মুখের হাসি ফুটানো
আমি এখনও অপেক্ষা করে আছি .........
...............................ভাবনা
0 comments:
Post a Comment