**ভালোবাসতে গেলে যা প্রয়োজন **

ভালোবাসতে গেলে বিশাল কিছু করা লাগে না ।
যা হয়ত প্রয়োজন ...............
১.সর্ব প্রথম তার খুব ভালোবন্ধু হয়ে ওঠা ।
২.প্রিয় মানুষের ছোট খাট ইচ্ছাগুলো পূরণ করা ।
৩.তাকে সময় দেয়া ।
৪.তার প্রতি সব সময় বিশ্বাস রাখা ।
৫.নিজের মতামত সব সময় ব্যক্ত না করে তার মতামতের গুরুত্ব দেয়া ।
৬.তার জন্য যতটা সম্ভব করুন এবং তাকে বুঝতে না দেয়া আপনি তাকে কতটা ভালোবাসেন।



1 comment:



  1. তোমার আমার একসাথে চলার পথ
    শেষ হয়ে গেছে সেই কবে
    আমি শুধু তাকিয়ে ছিলাম মরিচিকার পানে
    তুমি চলে যাও তোমার নতুন পথের দিকে
    আমি চেয়ে থাকি নির্বাক নতমুখে………


    ...............................ভাবনা

    ReplyDelete