ভালোবাসি তোমায়

আমি নোনা জলে সিক্ত ঠোটে
একচিলতে হাসি চাই,
আমি সমুদ্রতীরে গোধূলী লগ্নে
নগ্ন পায়ে হাটতে চাই।
আমি পাহাড় চূড়ায় দাঁড়িয়ে
চিৎকার করে বলতে চাই-

ভালোবাসি!
অনেক বেশী ভালোবাসি তোমায়।
শুধু তোমার জন্য,
আমি আর একবার হাসতে চাই,
আর একবার প্রানখুলে বাচতে চাই,
আর একবার নিশ্বাস ভরা বুকে বলতে চাই
ভালোবাসি!
অনেক বেশী ভালোবাসি তোমায় !

0 comments:

Post a Comment