অনুভবে

মনে করো আমার কিছুই ভালো লাগছেনা
মন চাইছে খুব করে তোমার স্পর্শ অথবা কিছু সময় কথোপকথন।
মনে করো আমার মনে ভালো লাগার উচ্ছাস দূর্বার
মন চাইছে তোমার ফোনালাপ নয়তো বার্তা আদান প্রদান।
তুমি জানবেনা কোনোদিন
আমি তখন তোমাকে খুঁজেছি অপার শূন্যতায়
আকাশের নীলিমায়,বৃষ্টির ধারায়,চোখের জলের ভাষায়।
কোনো অভ্যাসের ভালোবাসায় বাঁধতে নয়
ভালোবাসাকে মুক্ত ঝরনার মতো ঝরাতে চেয়েছি।
মুক্ত করে দিয়েছি ভালোবেসে
ভালোবাসা শুধু বন্ধনেই পরিপূর্ণতা নয়।
মুক্ত আকাশে ভালবাসার অবাধ বিচরণক্ষেত্র
ভালোবাসার অনন্ত বন্ধন।
অভ্যাসের ভালোবাসা সে কখনই নয়
বৃত্তের বাহিরে স্পর্শের এক পশলা বৃষ্টি হয়ে ঝরে যাবো
কখনও একযুগ পরে কখনও সময়ের দাবীতে।
একটু খানি স্পর্শের শিহরণে বয়ে যাবে
সব অভিমানের নীলচে মেঘ।
যত দূরে যেখানেই ছিলে
অনুভবে ছুঁয়ে ছিলে পুরোটা জুড়ে।
ভালোবাসা বেঁচে থাক বিশ্বাসে"

3 comments: