আবুল

আবুল নামকরা বুয়েটে টিকে গেলেন এরপর তাঁর পা আর মাটিতে পড়ে না।
একে–ওকে নানান ধরনের উপদেশ–পরামর্শ দিয়ে বেড়াচ্ছেন।
একদিন পাড়ার এক বয়সী চাচা তাঁকে জিজ্ঞেস করলেন,
তা বাবা, কোথায় ভর্তি হলে?
আবুল খুব বিনয়ের সঙ্গে উত্তর দিলেন, চাচা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে
চাচা হতাশ হয়ে বললেন, তোমার না বুয়েটে পড়ার শখ ছিল?
বুয়েটে চান্স পাও নাই, না?
মন খারাপ কইরো না, যেটাতে আছো সেইটাও খারাপ না!

3 comments: