****তাই আমি চলে যাচ্ছি ***

কান্নাটা তোমার জন্য ছিলো কি না জানিনা ....
তবে তোমাকে খুব মনে পড়ছিলো....
যদিও জানবে না কোন দিন.,..
তাতে কি..., না জানাই থাক
তুমি তো এটাও জানতে না যে
 তোমায় আমি কতটা ভালোবেসে ছিলাম..
আমার কান্নাকে ছাপিয়ে তুমি হেসে চলেছিলে.
তাও আবার অন্য
কারও জন্য...অন্য কারও সাথে....
আমি চাই তুমি হাসো....
কিন্তু তোমার হাসিটা যে আমায় কষ্ট দেয়.
কারন আমি জানি হাসিটা যে আমার জন্য নয়...
তাই আমি চলে যাচ্ছি .....
হয়তো ফিরবো না আর

একটি রাতজাগা পাখির গল্প


মধ্যরাতের জমাটবাঁধা কস্টগুলো-
মেঘের মত ছড়িয়ে পড়ে এই হৃদয়ের আকাশে...
কিছুতেই ঘুমাতে পারিনা...
আমার ঘুম আসেনা...
চোখের পাতার নিচে-
আমি শুধু নির্জনে লেপন করি তার কালিমাটুকু!
কস্টের আড়াল থেকে নিষ্ঠুর পূর্ণিমার মতো...
অবাক জোছনা বিলাও এই হৃদয়ের আঙিনায়!
শিশির বিন্দু হয়ে টপটপ করে ঝরে পড়ে-
আমার দু’চোখের অশ্রুগুলো!
রাত্রি বাড়ে...
কুয়াশার ধূসর অন্ধকারে-
যন্ত্রনায় ছটফট করে রাত জাগা পাখি!
আমি নির্বাক তাকিয়ে থাকি আকাশের পানে...
ভ্রান্ত চাঁদের বুকে খুঁজে ফিরি তোমার মুখচ্ছবি!
হে আমার যন্ত্রণার দেবী...
আর কত লুকোচুরি খেলবে তুমি?
পাবার আগেই হারিয়ে ফেলেছি তোমাকে...
এবার তো মুক্তি দাও!



-তানভীর আহমেদ তপু

বউ

খুব ছোট্ট বেলায় পাশের বাড়ির সদ্য বিয়ে করে আনা বৌকে দেখে ভেবেছিলাম

বউ মানে সোনালি জরির পাড়ের ঘোমটায়
লালটুক টুকে একটি মুখে লজ্জার আভা!

সেই থেকে শুরু
তারপর
স্কুল ফেরত বালিকার অযথা শাসনে নিজেকে হারিয়ে ভেবেছি
বৌ মানে হাজারটা আবদার
আচার ,ঝালমুড়ি কাঁচের চুড়ি কত্ত কিছুই চাই তার!

কলেজ পড়ুয়া আমি একভোরে ছাদে উঠে দেখলাম
পাশের বারান্দায় স্নিগ্ধতায় ডুবে থাকা কাউকে!
সেই থেকে একমাথা ভেজা চুল
ছুঁয়ে দেবার অপেক্ষা
দীঘল চুলের কাউকে দেখলেই বুক ধুকধুক!

ভালোবাসার অপেক্ষায় থাকা মনের জানালার কড়া নাড়েনি কেউ।
তারপর বিষাদময় হলজীবনে এসে মনে হলো
বৌ হলো ভালোবেসে অপেক্ষায় থাকা কেউ!
এক মহত্‍ শিল্পের সূতিকাগার রান্নাঘরে গরম ভাতের থালা
আর পাতে সাজানো হরেক পদের স্বাদ!

তুমি কি জানো ওসবই ছিলো তাত্ত্বিক জ্ঞান?

তোমাকে পেয়েই জেনেছি
বৌ মানে চোখের ভেজা পাতায় রোদের লুকোচুরি,
অভিমানি পুতুলে সস্নেহে বোলানো আঙ্গুল
তোমার সুরভি গায়ে মেখে কবিতায় দেয়া ডুবসাঁতার


লেখা -- তাসনুভা রিয়া



**কিছুই বলার নেই***

তাকিয়ে তাকিয়ে তোমার অামার কাছে থেকে দূরে চলে যাওয়া দেখছি । চোখে জল এসে তাকিয়ে থাকাটা ঝাপসা করে দিচ্ছে ,আমি চোখের জল মুছতেছি না তাকে ঝরে দিতে দিচ্ছি কারণ এখন আর তুমি আমার কান্নাটা দেখবে না ,একটা সময় ছিলো যখন খুব কান্না পেলেও তোমার কষ্ট হবে বলে বার বার চোখ মুছতাম যেন তুমি আমার চোখের জল না দেখ ,যেন আমার কারণে তুমি এতো টুকু কষ্ট না পাও । আমি আজও চাই আমার জন্য তুমি কোন কষ্ট না পাও তাই তো আর তোমার চলে যাওয়ার সময় পিছু ফিরে ডাকতে পারছি না .জানো খুব ইচ্ছা করছে তোমাকে মনে করিয়ে দিতে তোমার দেওয়া প্রমিজগুলো !!!বলেছিলে যাই হোক পৃথিবীটা যতই বদলে যাক তুমি বদলাবে না ,বদলাবে না তোমার ভালবাসাও , আমাকে ছেড়ে তুমি থাকতেই পারবে না ,আজ তুমি সত্যিই বদলে গেছ............এতোটাই যে তুমি আমার মন খারাপ হলে বুঝতে পারতে সেই তুমি আজ আমার কন্নাজড়িত কষ্ট শুনেও শোন না , এখন তুমি দিব্যি থাকতে পারো আমাকে ছাড়া দিনের পর দিন !!

কোন একদিন খুব গর্ব করে বলতাম আমার ভালবাসা যদি সত্যি হয় তুমি আমাকে ছেড়ে যেতেই পারো না !! যতদুরেই যাও আমার কাছেই তোমার ফিরে আসতে হবে কিন্তু তুমি চলে যাচ্ছো আমাকে ছেড়ে প্রতিদিন দূর থেকে দূরে  আমি কিছু বলতে পারছিনা শুধু একটা কথাই মনে হচ্ছে আমার ভালবাসাটা সত্যি ছিলো না !!! হয়ত কোনদিন আমি তেমন করে তোমাকে জড়াতে পারিনি আমার ভালবাসার মায়ায় ...যে তুমি আমার ভালবাসার কোন দামই দিলে না সেই তোমাকে জোর করে ধরে রাখতে চাইনা ।
তুমি চলে যাও যেখানে তুমি সুখ খুজে পাও আমার কিছুই বলার নেই !!!
..........................................ভাবনা