কবিদের বাণী

 অন্ধকারের গল্পের আলাদা মজা আছে।
অন্ধকারে যত সহজে গল্প করা যায়।
আলোতে তত সহজে গল্প করা যায় না।
--হুমায়ূন আহমেদ


--------------------------######--------------------------

 হাসি খুশি মানুষকে বিধাতাও পছন্দ করেন।
- জন ওয়েল

 --------------------------######--------------------------
 "ও জ্ঞানী লোকদের প্রশংসা
করতে হলে তাদের অনুপস্থিতিতে কর।
কিন্তু মেয়েদের প্রশংসা তাদের
সামনেই করতে হয়। "

______ বালজা

 --------------------------######--------------------------
 যে-নারীকে ভালোবাসি তার জন্য জীবন দেওয়া যত সহজ ,তার সঙ্গে ঘর করা তত সহজ নয় ।
...... বায়রন

 --------------------------######--------------------------

 চালাক লোক সময়ের সাথে সাথে তার
অভ্যাসকে পরিবর্তন করতে কোন ভুল করে না ।
----- দায়োনিয়াস কেটো

 --------------------------######--------------------------

 বন্ধুত্ব হল কাচের মত ,
ভেঙে গেলে জোড়া লাগে না ,
যদি ও জোড়া লাগে কিন্তু দাগ থাকেই যায় !!

____রুহুল আমিন

1 comment:

  1. আরো নতুন নতুন Jokes পড়তে ভিজিট করুন
    WWW.VALOBASARGOLPO2.XYZ

    ReplyDelete