কষ্ট কষ্ট ও ভালবাসা


 
বড় আবেলায় পেলাম তোমায় এখনি কেন যাবে হারিয়ে?
কি করে বল রব একা? ফিরে দেখো এখনও আছি দাড়িয়ে।।
কেন হটাৎ তুমি এলে নয় কেন তবে পুরটা জুড়ে ?
আজ পেয়েও হারানো যায় না মানা
বাঁচার মানে টা যাবে হারিয়ে।
শুনছো কি তুমি আমায়?



<><><><><><><><><><><><><><><><><>
 
চোখের কোণে জমা পানি যদিবা না গড়িয়ে শুখায় অগোচরে,
আমি তবু বুঝবো তোমার মন খারাপ,বড্ড মন খারাপ
তুমি আমিযে আটতে নিশ্চুপ দুপুরের তন্দ্রাবিলাসের মায়াতে
....................রুদ্র রাফি



 <><><><><><><><><><><><><><><><><>

 "আমি তোমাকে ভালোবাসি" কথাটা খুব হালকা নয়।
 কিছুদিন চোখে চোখ রেখে, হাত ধরে, স্বপ্ন দেখেই বলে ফেলা যায়না - আমি তোমাকে ভালোবাসি। 
প্রথম ভালো লাগা, প্রথম দেখা, প্রথম স্পর্শ 
এসব ভালোবাসার দিকে চলে যাওয়া বিভিন্ন রাস্তা ছাড়া আর কিছুই নয়।

একদিন সব রাস্তা মিলে গেলো, যোগ হলে একখানে। 

সেইখানে দাঁড়িয়ে যদি কাউকে বলা হয়- আমি তোমাকে ভালোবাসি। 
ঐ ভালোবাসা ফেরানোর শক্তি কোন মানুষের নেই। 
এমনও হয়, কখনো খুব চেষ্টা করেও মুখ ফুটে বলতে যায় না ভালোবাসার কথা,
 অথচ ভেতরে একটা পাখি প্রচন্ড অস্থিরতায় ছটফট করে।
 এই পাখিটা কোন পাখি? এই পাখিটা মনপাখি।

একটা মনপাখি পোষার জন্য যথেষ্ট আকাশ আমাদের বুকে নেই, তাই এত কষ্ট।


 
............................. কায়া


<><><><><><><><><><><><><><><><><>


আমি জানি তুমি ফিরবেনা আর ধরবেনা এ হাত!!
 তবু অপেক্ষায় থাকি, থাকতে ভাল লাগে।।
 তুমি হয়তো জানো না,
কিছু পাবো না জেনেও অপেক্ষা করার মাঝে 

অনেক আনন্দ আছে, আছে একটা স্বস্তি !!
কারন, অন্তত আর হারানোর ভয় থাকে না 
সেই অপেক্ষার চিন্তার মাঝে !!

............................. কায়া
  <><><><><><><><><><><><><><><><><>


 ''পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হল মানুষের 
মনের সত্যিকারের ভালবাসা অর্জন করা''
তাই কখনো যে মানুষটা আপনাকে তার সেই 

বিশ্বাসপূর্ণ সত্যিকারের ভালবাসাটা দিয়ে দিল-
তাকে কখনো অবহেলা করবেন না ।।
আপন মানুষটাকে দূরে ঠেলে দিবেন না।। 

তখন তার মনের মৃত্যু হবে নিশ্চিত !!
মনে রাখবেন- আপনার চারপাশে ভালবাসার 

অভাব নাও থাকতে পারে,তবে 
সত্যিকারের ভালবাসার এই পৃথিবীতে বড়ই অভাব।

............................. কায়া
  <><><><><><><><><><><><><><><><><>

 একটি সম্পর্ক ভালোবাসা নামক কোন 
শব্দের উপর ভিত্তি করে টিকে থাকে না। 
সম্পর্ক টিকে থাকে দুটি মানুষের পরস্পরের প্রতি বিশ্বাস, 
 সম্মান, ভাল লাগা মন্দ লাগার উপর গুরুত্ব দেওয়া 
এবং দুজনের এই সম্পর্কের প্রতি যত্নবান হওয়ার উপর। 
যে সম্পর্কে এই ব্যপার গুলো নেই সে সম্পর্কে 
থাকা ভালোবাসা নামক শব্দেরও কোন মূল্য নেই।।


............................. কায়া
  <><><><><><><><><><><><><><><><><>

কিছু মানুষকে আমরা জীবন থেকে হারাতে চাই না, 
তবু তারা হারিয়ে যায়। কিছু সম্পর্ক আমরা ধরে রাখতে চাই
,তবু সেসব সম্পর্ক আমাদের মুঠো গলে বের হয়ে যায়।
আবার হুট করেই আমরা অনাকাংখিত ভাবে কিছু সম্পর্কে জড়িয়ে যাই।
কিছু সম্পর্ক হয় ক্ষণিকের,বাতাসের মতো এসে ছোঁয়া দিয়ে আবার
চলে যায়,পাখির পালকের মতো ফেলে যায় কিছু স্মৃতি।
কিছু মানুষকে কয়েক মুহুর্তেই প্রচন্ড আপন মনে হয়।কিছু সম্পর্ক দূর 
থেকেই ভালো লাগে,দূরত্বের সাথে ভালো লাগার সম্পর্ক হয় সমানুপাতিক।
কাছে আসলেই ভালো লাগা কমতে থাকে।
কিছু সম্পর্ক হয় ছায়ার মতো,ধরতে গেলেই নেই।সম্পর্ক
গড়ে, সম্পর্ক ভাংগে, মানুষ আসে, মানুষ যায়,সময়ের সাথে মানুষ বদলায়,
সম্পর্কও বদলায়,আসলেই কি সব সম্পর্ক বদলায়?
সম্ভবত না.....
............................. কায়া


 <><><><><><><><><><><><><><><><><>


ভুল বুঝে দুরে থাকাটা একমাত্র সমাধান নয়,
ভুলের মাঝে লুকিয়ে থাকা অজানা 
কথা গুলো উদ্ধার করাটাই মুখ্য বিষয় !
মানুষ মাত্রই ভুল করে। 

প্রকৃত বুদ্ধিমান সেই যে ভুল থেকে
উত্তরণের পথ খুঁজে সমাধানের দ্বার প্রান্তে পৌঁছে।


............................. কায়া


 <><><><><><><><><><><><><><><><><>


 পৃথিবীর প্রতিটা মানুষই অভিনয় করে।
 কেউ নিজের সাথে কেউ অন্যের সাথে।
 কেউ নিজেকে হাসাতে আবার কেউ
অন্যকে হাসাতে। কেউ এই অভিনয় করে

নিজের দুঃখ লুকাতে যেয়ে অথবা নিজেকেই দুঃখ দেয়ার জন্য। 
আবার কেউ অন্যের দুঃখ ঘুচাতে অথবা অন্যকে দুঃখ দিতে। 
তবে অভিনয় সবাই আমরা করছি আর করব এটা ঠিক।

............................. কায়া

 <><><><><><><><><><><><><><><><><>


  আমরা মানুষরা নিজেই নিজেকে অসুখী মনে করি আর অসুখী করে ফেলি,
 তার প্রথম আর প্রধান কারণ আমরা সর্বদা ব্যর্থতার হিসাব করি শুধু। 
জীবনটাই যে মস্ত বড় পাওয়া এটা মৃত্যুর আগ মূহুর্ত ছাড়া 
আমরা অধিকংশরাই বুঝতে পারি না।
............................. কায়া

 <><><><><><><><><><><><><><><><><>

মাঝে মাঝে তোর হাত টা ধরতে ইচ্ছে করে।কিন্তু সাহস হয়না
মাঝে মাঝে তোর সাথে হাঁটতে ইচ্ছে করে,কিন্তু কখনই সময় হয়না।
মাঝে মাঝে তোর কবিতার সিক্ত নীলাম্বরী হতে ইচ্ছে করে,কিন্তু বলতে পারি না।
পারবোও না কখনো!
তুই তো জানিস,সেই ছোট্র বেলা থেকেই আমি বড্ড ভীতু।
তাই তুই সুযোগ দেওয়ার পরেও আমি পারিনি ইচ্ছে গুলো পূরন করতে।
সময় শুধুই ইচ্ছে গুলোকে চাপা দিয়ে রেখেছে সযত্নে,কিন্তু মুছে দিতে পারেনি মন থেকে!
তাই আমি প্রতীক্ষায় থাকি আবার কোন একসময়ে সেই সুযোগের.....



....................... মৃ ন্ম য়ী
 <><><><><><><><><><><><><><><><><>




 চেনা মুখগুলো রং পাল্টাচ্ছে...লাল থেকে নীল...নীল থেকে সবুজ..হলুদ..কমলা..আকাশী..বেগুনী...ধূষর!
হাজারো রঙে বদলে যাচ্ছে তারা!
পাল্টে যাওয়া মানুষ একজন নয়,,দলে দলে সবাই পাল্টাচ্ছে!
সাদা...কালো থেকে রঙিন হচ্ছে!
আমার কষ্ট হচ্ছে তাদের বদলে যাওয়া দেখতে....কারন ধীরে ধীরে তারা অপরিচিত হয়ে উঠছে আমার কাছে!
তবুও আমি মুগ্ধ হয়ে রঙের খেলা দেখছি!
মাঝে মাঝে কষ্টটাকেও উপভোগ করতে জানতে হয়!



....................... মৃ ন্ম য়ী


 <><><><><><><><><><><><><><><><>

 কারো কাছে গিয়ে বারবার শুনিয়ে 
বিদায় বলার অর্থ এই না যে আমি চলে যাচ্ছি। 
বারবার বিদায় বলার অর্থ হলো ,
"আমি যাচ্ছি তুমি পিছন থেকে হাতটা ধরে আমাকে থামিয়ে দিয়ো"

কেউ মনে কথা বুঝতে পেরে হাত ধরে কাছে টানে। 

কিছু অভিমানী আছে যাদের মনের কথা মনে রয়ে যায়। 
পিছ থেকে দাড়িয়ে দীর্ঘশ্বাস। 
হাত টা বাড়িয়ে তার হাতটা ধরা হয় না

....................... মৃ ন্ম য়ী


 <><><><><><><><><><><><><><><><>

সবার মাঝে কাউকে আলাদা করে বিশেষ কেউ বলে ভাবতে যাবেন না।
ভাবতে গেলেই দেখবেন সে আপনাকে সবার দলে রেখে ভাবছে। 

আর এই কষ্ট টা আপনাকে কখনো ভালো থাকতে দিবে না। কখনো না

   

....................... মৃ ন্ম য়ী
 <><><><><><><><><><><><><><><><>

"আমার প্রথম দেখা বৃষ্টির জলে,
ভাসিয়েছি ভেলা খেলার ছলে,
সেই জল গেছে মিশে কোন নদীতে
গেছে হারিয়ে কোন সাগরে......
মাঝিরে ও মাঝিরে, দেখেছো কি তুমি তারে??
নৌকো আমার ছেলেবেলার, রঙিন কাগজের....!"





 <><><><><><><><><><><><><><>

 প্রতিটা মানুষের জন্যই কখনো না কখনো জয় আসে,
আজ তুমি যাকে হারাবে, কখনো না কখনো তার কাছেই
তোমার হারতে হবে, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে...
প্রকৃতি কাউকে কখনো ঠকায় না !!!



 <><><><><><><><><><><><><><><>

  যখন তোমাকে খুব মিস করি,,তখন ঐ আকাশের দিকে তাকিয়ে থাকি..
জানি সেখানে তোমাকে দেখব না..
কিন্তূ এই ভেবে সান্তনা পাই যে,,দুজনে এক আকাশের নিচেইতো আছি..



 <><><><><><><><><><><><><><><><><>


জীবনটা হল রেল লাইনের উপর দুজন হাত ধরে হাটার মত…
একজন হাত ছেড়ে দিলে অন্য জনের ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়ে…!!!
যদি আপনি হাত ছেড়ে দেন??
তাহলে আপনি পরাজিত… !
আর যদি অন্যজন হাত ছেড়ে দেয়??
তাহলে আপনার বিশ্বাস পরাজিত…






 <><><><><><><><><><><><><><><><>


 পৃথিবীর শ্রেষ্ঠ পাগলামি হলো কাউকে ভালোবাসা,
কারণ ভালোবাসার আগে আমরা জানি
ভালোবাসাই প্রচুর পরিমান কষ্ট আছে,
তারপরও আমরা সেই
ভালোবাসার পিছে ছুটি,
আর জেনে শুনে কষ্টকে আপন করে নিই,
আর সেইটা হলো বড় পাগলামি............













 <><><><><><><><><><><><><><><><><><>


 আমি তোমার মধ্য রাতে—ডুকরে কাঁদার কারণ,
আমি তোমার 'সেই কথা' যা—কাউকে বলা বারণ!
আমি তোমার ভাগ্য রেখা—আমিই সেটার গণক,
আমি তোমার প্রতি ফোঁটা—অশ্রু জলের জনক!










 <><><><><><><><><><><><><><><><><>



 কে তুমি?
কেনো এতদিন পরে?
পেছনে ফিরে দেখো তুমি
অপ্রত্যাশিত অতিথি
চোখ ফেরালে বলো কেনো
ভয় পেয়েছো কি, নাকি অরতি?জানি প্রতিটা স্বপ্নে তুমি দেখেছো আমায়
নিরন্তর ছিলে আমারই ছায়ায়
তবে চোখ মেলাতে কি বিরোধ
ভুল করে একটাবার প্রাচীরটা ভেঙ্গে দেখো
জমে আছে কত কথা ভুল করে বলে দিও
জন্মান্তর যদি মিথ্যে হয়, এই হবে শেষ দেখা
ভালোবাসি কেনো যে তোমায়
হবেনা আর কখনও বোঝা





 <><><><><><><><><><><><><><><><><>



*** তুমি চলে যাও***
 

তুমি চলে যাও উত্তর দিকে উত্তরহীন চোখে
আমি থেমে থাকি পথের প্রান্তে/ নিশ্চুপ নতমুখে..................














 <><><><><><><><><><><><><><><><><>



***আসোনি ফিরে তুমি***


অপেক্ষা করেছি নদীর মোহনায়
অপেক্ষা করেছি রাত জাগা জোছনায়
গ্রীস্মের প্রখরে , বরর্ষার অঝোরে ,
বসন্তের অনেক ছোয়ায়,
কতো প্রহর কেটে গেছে
ঢেকে গেছে এই সূর্যটা
কতো অভিমান শুকিয়ে
বয়ে গেছে ঝড়ো হাওয়া,
আসোনি ফিরে তুমি
এই মনে......................










 <><><><><><><><><><><><><><><><>


 ***আমাকে ছেড়ে চলে গেছো***




আমার জীবনের সবচেয়ে বড় সত্য
হচ্ছে তুমি আমাকে ছেড়ে চলে গেছো
ভুলে গেছো,কখনো মনে করোনা আমায়
আর সবচেয়ে বড়মিথ্যে টুকু হলো
আমি তোমাকে ভুলে গেছি
  ভুলে গিয়ে সুখে আছি

তুমি কখন ও হয়ত আমার ভালবাসা
বুঝতে পারবে না, হয়ত বুঝতেই
চাওনা,অথবা যেদিন বুঝতে চাইবে
সে দিন আমায় আর খুজে পাবেনা ।





 <><><><><><><><><><><><><><><><>


***অদৃশ্য তোমাকে কি ছোয়া যায়?***


নিঝুম রাতের আকাশের দিকে
তাকিয়ে আমি তোমাকেই ভাবতাম !
তারাদের কেন ভাবিনি,
তোমাকেই কেন ভেবেছি ??
তবু তেমনি আছে সবকিছু,
............................
তারারা আছে, বিষণ্ণ রাত আছে,
হঠা কালো হওয়া আকাশ আছে,
তুমিহীন আমিও আছি,
অদৃশ্য তুমি আরো কাছে এসেছ আমার,
হাত বাড়ালেই চলে যাও দূরে!!
অদৃশ্য তোমাকে কি ছোয়া যায়?



<><><><><><><><><><><><><><><><>


*** ফিরে আসার অপেক্ষায়***


তুমি দৃষ্টি থেকে দূরে,মন থেকে নয়
তুমি আমার থেকে দূরে,ভাবনা থেকে নয়
আমি হাসি থেকে দূরে,কান্না থেকে নয়
আমি আমার থেকে দূরে,তোমার থেকে নয়
আমি এখোনো তোমার পাশে
ছায়ার মত আছি এবং থাকব চিরদিন
তোমার ফিরে আসার অপেক্ষায়................









<><><><><><><><><><><><><><><><><>


 *** হারানো ভালবাসা***


হারানো ভালবাসা -
আজো আমার অনুভূতিতে মিশে আছে
আজও শিহরন জাগায় মনে
হারিয়ে যাওয়া পথের বাঁকে,
যেন নতুন পথের সন্ধান মেলে যায়
পরাজিত আমি যেন,
নতুন আলোর দেখা পাই
তোমাকে পাবো না জেনেও,
কেন এত স্বপ্ন ?
কেন এই বেঁছে থাকা ?
আমার ভালবাসা এখনও তোমাকে ভালবাসে বলে


<><><><><><><><><><><><><><><><>


***সেদিন আমাকে পাবে না***



একদিন তুমি আমার ভালবাসা বুঝতে পারবে বুঝতে পারবে আমি তোমাকে কতটা ভালবাসি সেদিন তুমি মনে মনে বলবে ও আসলেই আমাকে অনেক ভালবাসতো সেদিন তুমি আমাকে পেতে চাইবেআমার কাছে ছুঁটে আসতে চাইবে
আমাকে ভালবাসতে চাইবে
কিন্তু তুমি সেদিন আমাকে পাবে না
কারণ সেদিন আমি তোমার
থেকে অনেক অনেক দূরে চলে যাবো
এতটা দূরে চলে যাবো যে আসতে চাইলেও
আর ফিরে আসতে পারবো না
সেদিন তুমি আমাকে না পেয়ে ডুকরে কাঁদবে




 <><><><><><><><><><><><><><><><><>


*** হৃদয়ের ডায়েরী***


হৃদয়ের ডায়েরীতে পড়ে আছে এক রাশ স্মৃতি
আর রিক্ত হাতে বুকে ভরা ব্যথা নিয়ে বেঁচে আছি আমি জুঁই ফুলের গন্ধ হয়ত ভরে তুলেছে তার চারপাশ
চিরল পাতার ফাঁকে ফাঁকে খই- এর মত ফুটেছে সুপারিশ ফুল কৃষ্ণচূড়ার সবুজ পাতা পালক নাড়ছে,
হাওয়া হয়ত মেঘবতীর জ্যোস্নায় ভেসে যাচ্ছে তার নির্জন বারান্দা জ্যোস্নার জরি জরানো শরত শিশির ভাঙ্গা ভাঙ্গা মেঘেরা তার দিকে চেয়ে
বিমর্ষ আকাশ প্রদীপের কানে কানে বলে যাচ্ছে-
অতীতের ফেলে আসা স্মৃতিগুলোর কথা






 <><><><><><><><><><><><><><><><>


****তাই আমি চলে যাচ্ছি ****



কান্নাটা তোমার জন্য ছিলো কি না জানিনা ....
তবে তোমাকে খুব মনে পড়ছিলো....
যদিও জানবে না কোন দিন.,..
তাতে কি..., না জানাই থাক
তুমি তো এটাও জানতে না যে
 তোমায় আমি কতটা ভালোবেসে ছিলাম..
আমার কান্নাকে ছাপিয়ে তুমি হেসে চলেছিলে.
তাও আবার অন্য
কারও জন্য...অন্য কারও সাথে....
আমি চাই তুমি হাসো....
কিন্তু তোমার হাসিটা যে আমায় কষ্ট দেয়.
কারন আমি জানি হাসিটা যে আমার জন্য নয়...
তাই আমি চলে যাচ্ছি .....
হয়তো ফিরবো না আর





 <><><><><><><><><><><><><><><>



 ***কখনোই সুখী হবে না***



 
তুমি সবসময় কেবল নিজেকে নিয়ে ভেবেছো,
নিজেকেই ভালোবেসে আমাকে বারবার দূরে সরিয়ে দিয়েছো
তুমি হচ্ছো একটা কষ্টদায়ক পাথরের টুকরা,
যা দিয়ে আঘাত দিয়েছো প্রতিনিয়ত

তোমার যখন যার সাথে কথা বলতে ইচ্ছে হয়
তুমি তার সাথেই কথা বলো, কাছে টেনে নাও,
আবার যখন ভালো লাগে না তখন তাকে দূরে সরিয়ে দাও

তোমাকে সবাই এতো ভালোবাসে
তবুও নিজের অবস্থানে তুমি স্বার্থপর
মনে রেখো, মানুষকে দেয়া প্রতিটি কষ্ট তুমি অবশ্যই পাবে
কখনোই সুখী হবে না তুমি,কোনদিন. . .

 <><><><><><><><><><><><><><><><>



****কেউই তাদের খোঁজ করে না***




পৃথিবী কিছু মানুষ আছে যারা শত চেষ্টা করেও
কারও আপন হতে পারে না , এদের হয়তো অনেক
বন্ধু বান্ধব থাকে কিন্তু হিসাব
মিলাতে গেলে দেখা যায় এরা বহিরাগত , এরা একাই
চলে , একাই ঘুরে, বেশি ভিড় এদের কখনই
ভালো লাগে না ,কাউকে আপন লাগলে তাদের
সাথে বাচ্চাদের মতো হয়ে যায় ...
এদের কেউই আপন ভাবে না , ভাবে যন্ত্রণা ,
এইভাবে কষ্ট পেয়ে পেয়ে এই ধরনের
মানুষগুলো নিরবে সরে যায় ,হারিয়ে যায় , কিন্তু
কেউই তাদের খোঁজ করে না ...




 <><><><><><><><><><><><><><><><>



*** এই বেশ ভালো আছি***






অনেকটা পথ
হেঁটে এসেও হয়নি
হাঁটা তোমার পাশে.....
জানালাটায়
মাথা রেখে ঘুমিয়ে পড়ি গল্প শেষে.....
তবুও
কারো প্রশ্নের জবাবে
ঠোঁটের কোণে নিষ্প্রাণ
হাসি ঝুলিয়ে বলি,
" এই বেশ ভালো আছি.....!"





 <><><><><><><><><><><><><><><>




****অবুঝ হৃদয় তবুও ভালবেসে যায়****



আমার সারা আকাশ জুড়ে ছিলে তুমি
কিন্তু তোমার সারা আকাশে কোথাও ছিলাম না আমি
তবুও এই বিবাগী মন খুঁজেছে সারাক্ষণ
যদি মিলে দেখা অকারণ।
...
মেঘের মতো উড়েছি তোমার আকাশে
পাইনি একটুকু ঠাঁই
ভালোবাসা অন্ধ,
তখন ই বুঝলাম কারণ........... .
বোকা মন বুঝেইনি;
আকাশের বুকে কখন মেঘ দীর্ঘস্থায়ি হয়না...।।
অবুঝ হৃদয় তবুও ভালবেসে যায়. ..







 <><><><><><><><><><><><><><><><>


 ***ভালোবাসার সম্পর্ক ভেঙ্গে যায় ****


যখন কোন একটি ভালোবাসার সম্পর্ক ভেঙ্গে যায় ,
তখন উভয় ব্যক্তি পরস্পরের বন্ধু হতে পারে না কারণ ,
সম্পর্ক ভেঙ্গে যাওয়ার ফলে তারা পরস্পর মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে
আবার তারা শত্রুও হতে পারে না কারণ উভয় ব্যক্তি এক
সময় পরস্পরকে অনেক বেশী ভালোবাসতো
তখন তারা হয় একে অপরের সবচাইতে পরিচিত আগন্তু




 <><><><><><><><><><><><><><><><>


  ***আমি আর ফিরবনা***




আমি চলে গেলে কেউ খুঁজবেনা,কারো ভাঙ্গবেনা বুক
আমি ব্যাথা পেলে কেউ কাঁদবেনা, কেউ মুছবেনা চোখ
আমি একা একা কেঁদে কেঁদে সব ছেড়ে যাবো চলে,
কারো ডাকে আমি আর ফিরবনা
দিন যায় দিন গুনে কষ্টের জাল বুনে জানবেনা কেউ
কোন দিন
আমার স্বপ্ন গুলো হয়ে গেলো এলোমেলো,
জীবনটা বর্ণ বিহীন...






 <><><><><><><><><><><><><><><>


***তোমার জন্য আমি কেঁদেছি**** 




চোখ থেকে ঝরে পরা অশ্রু গুলোই
যদি কান্না হয়
তবে আমি কাঁদিনি তোমার জন্য
সত্যিই বলছি সে কান্নার
পরিমাণ এত
নগণ্য যে তাঁকে কান্না বলে না
কিন্তু হৃদয়ের অদেখা চোখের
অশ্রু ফোঁটা গুলো যদি
কান্না হয় !
তবে আমি কেঁদেছি
তোমার জন্য আমি কেঁদেছি
অনেক কেঁদেছি
তোমার প্রতিটা রেখে যাওয়া
মুহূর্ত আমাকে কাঁদিয়েছে ,
প্রতিদিন আমাকে কাদাছে এক
হারানোর যন্ত্রণায় 


 <><><><><><><><><><><><><><><><>


***তোমার দেওয়া কষ্টগুলো**** 




তোমার দেওয়া কষ্টগুলো যখন
আমার সুখ,তখন আমি আরও
কষ্ট পেতে চাই
তোমার ঝরানো অশ্রু গুলো
যখন আমার আনন্দ
তখন আমি আরও
আনন্দ পেতে চাই
যখন তোমার ভালোবাসা
আমার কাছে স্মৃতি
তখন স্মৃতি গুলোকে আমি
দীর্ঘায়িত করতে চাই


 <><><><><><><><><><><><><><><><>


****সেই তুমি আর নেই এখন আমার সাথে****





একটা সময় ছিল যখন তোমার সাথে কথা বলার
জন্য রাত জাগতে হত, কিন্তু আমি পারতাম না জাগতে...

আর আজ আমার প্রতিটা রাত কাটে নির্ঘুম কিন্তু কথা বলার জন্য

সেই তুমি আর নেই এখন আমার সাথে......














 <><><><><><><><><><><><><><><><>


***কারো চোখের পানির কারণ হয়না**** 




কাউকে কথা দিয়ে জীবনে জড়িয়ে ফেলা অনেক সহজ
কিন্তু কঠিন হচ্ছে সেই
কথাটি ধরে রাখা
কাউকে কথা দেওয়ার আগে বারবার ভেবে দেখবেন
কথাটা আপনি রাখতে পারবেন কি না
মনে রাখবেন, নদীর মাঝপথে কাউকে ছেড়ে না দিয়ে যদি শুরুতেই বলে দেন
যে আপনি নৌকা চালাতে পারেননা তাহলে হয়তো আপনার
ভুলে তাকে ডুবে মরতে হবেনা
তাই সিদ্ধান্ত নেওয়ার বা দেওয়ার
আগে বারবার ভাবুন তার সাথে জড়িত দায়িত্বগুলো পালন করতে পারবেন কিনা
সবসময় খেয়াল রাখবেন আপনার
ভুলটা কখনো যেন কারোর চোখের পানির
মাঝে বেঁচে না থাকে


 <><><><><><><><><><><><><><><><>


কেন এতো অবহেলা ? 




তুমি তো বলে ছিলে, তুমি শুধু আমার
আমাকে কোথাও হারাতে দেবেনা
প্রতিটা মুহুর্ত একই ভাবে ভালোবাসায় জড়িয়ে রাখবে
তাহলে আজ এতো দুরে সরে আছো কেনো…?
কেন এতো অবহেলা ?
ফিরে এসোফিরে এসো
সেই আগের মতো হয়ে
 
 
 

 <><><><><><><><><><><><><><><><>


 ***এখন আর আমার চোখে জল আসে না ****




অনেকেই বলে সময় নাকি সব ঠিক করে দেয়
আমিও দেখব কি করে পারে এই সময় তোমার সব কিছু ঠিক করতে ,,
তবে মনে হচ্ছে এই সময় আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে ,
এই সময় আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে ,
আবার এই সময় হয়তো কোন এক দিন তুমি নামক সব কষ্টকে ভুলিয়ে দিবে ,,
সুখি করে দিবে আমাকে ,, তবে জানো আমার মনে হয়
পৃথিবীর প্রতিটা মানুষই তার সব কাজের পেছনেই কিছু না কিছু স্বার্থ থাকে ,,
কিন্তু শুধু জানতে ইচ্ছা করে তুমি আমার সাথে কোন স্বার্থের কারনে এই ভালোবাসার অভিনয় করেছ ,, কি পেয়েছ ,, আর যা পেয়েছ তা হচ্ছে আমার ভালোবাসা , , এই সত্যি ভালোবাসা টার জন্য তুমি মিথ্যে ভালোবাসার অভিনয় করলে ,, কি অদ্ভূত মানুষ তুমি ,, তুমি বোঝনি আমাকে,, তুমি বোঝনি জীবন থেকে কি হারালে ,, কিন্তু এক দিন হয়তো বোঝবে , ভাবছ সেদিন আবার ফিরে আসবে ,,ভুল ভাবছ কারন তোমার ফিরে আসার পথটা তুমিই নষ্ট করে দিয়েছ ,, আর এই সময় আমাকে ও পরিবর্তন করে দিয়েছে ,,, তুমি হয়তো ভুলে গেছ তোমার জন্য এখন আর আমার চোখে জল আসে না ,,,



 <><><><><><><><><><><><><><><><><>

 ***হৃদয়টা আজ ক্ষতবিক্ষত***



হৃদয়টা আজ ক্ষতবিক্ষত,
কষ্টের বান ডেকেছে হৃদয়ে হায়,
কত আশা, কত স্বপ্ন নিয়ে বেধেছিলাম ভালোবাসার সংসার,
কিন্তু তুমি ছেড়ে চলে যাওয়ায় সবই হলো আজ চুরমার,
কান্না বাধঁ মানে না, ঝরে যায় অসহ্য যন্ত্রনায়,
মন শুধু বারেবারে একটি কথাই বলে যায়,
এতটা কষ্ট তুমি কেন দিলে আমায়??


<><><><><><><><><><><><><><><><><><>


*** চলে যাও আমার জীবন থেকে***



ভালোবাসা মানে যদি কষ্ট আর অবহেলা হয়,
তাহলে আমি চাইনা এমন ভালোবাসাকে
ভালোবাসা মানে যদি কারো মন ভাঙ্গা হয়,
তাহলে আমি এ ভালোবাসাকে ঘৃণা করি
ভালোবাসা মানে যদি নিত্যদিন তোমার দূরব্যাবহার হয়ে থাকে,
তাহলে বলবো চলে যাও আমার জীবন থেকে............




<><><><><><><><><><><><><><><><>

 ***ভালবাসা তুমি বুঝতে পারনি কখনো****



তোমাকে ছাড়া আমি এখন ভালই
আছি...আস্তে আস্তে ভুলে যাওয়ার
চেষ্টা করছি তোমাকে...বলতে গেলে এখন
তোমার কথা মনেই পরে না...তোমার
জন্য এখন আর কষ্টও পাই না...শুধু কেন
জানি মাঝে মাঝে কষ্ট হয়...আমার
হৃদয়ের অকৃত্রিম
ভালবাসা তুমি বুঝতে পারনি কখনো..










<><><><><><><><><><><><><><><><>

 ***থাকবে শুধুই প্রতিক্ষা***


তোমার জন্য আমার আমার শেষ অনুরোধ
কখনো পারলে ভালবেসো
 আমাকে নয় অন্য কাউকে
তবে তোমার মত করে নয়
আমার মত করে
যেখানে চাওয়া থাকবে না
থাকবে না কোনো প্রাপ্তি
থাকবে শুধুই প্রতিক্ষা



<><><><><><><><><><><><><><><><><>


 **** কিছু কথা যা ছিল বলার***
কিছু কথা যা ছিল বলার
যদি কখনও মনে হয় আমার প্রয়োজন ফুরিয়ে গেছে তোমার কাছে,
আমাকে জানিয়ে দিও, আমি নিরবে তোমার জীবন থেকে সরে যাবো।
দ্বিতীয়বারকোন প্রশ্ন করবোনা,
কেন জানো ? কারণ আমি তোমাকে কথা দিয়েছিলাম,
তোমার সব কথা রাখব আমার যতই কষ্ট হোক না কেন।
তোমার একটু সুখের জন্য আমি সব কিছু ত্যাগ করতে পারবো।
তাতে যদি তুমি একটু সুখ পাও তোমার মুখের এক চিলতে হাসির
জন্য আমি প্রয়োজনে তাও করবো।
কিন্তু কখনও তোমার সুখের মাঝে কাঁটা হয়ে থাকবোনা।
কখনও তোমার দুশ্চিন্তারকারণ হবোনা।
সারা জীবন তোমাকে সুখে রাখতে চেয়েছিলাম,
আর এখন সুখে আছো সেটা দেখতে চাই তা তুমি যার সাথেই থাকনা কেন।
ঐ দূর থেকে তোমার হাসির শব্দ আমার সব কষ্টগুলোকে ভুলিয়ে দিবে,
কারণ আমি তো এটাই চেয়েছিলাম




<><><><><><><><><><><><><><><><><>



** কিছু স্মৃতি**


এই নিঝুম মেঘ-বৃষ্টিময় 
আকাশের দিকে তাকালে
 জীবনের এমন কিছু স্মৃতি মনে পরে
 যেগুলোকে সাথে নিয়ে 
বেঁচে থাকার স্বপ্ন দেখতাম।
কিন্তু আজ সেই স্মৃতি গুলোই 
 আমার কষ্টের জীবনের অতীত ।।।

<><><><><><><><><><><><><><><><><>


** যখন তুমি আমায় ছেড়ে চলে গিয়েছিলে**



যখন তুমি আমায় ছেড়ে চলে গিয়েছিলে, তখন আমার
কেমন লেগেছে, বুঝাতে পারবো না
যখন বলেছিলে, " আমি আরেকজনের
সাথে রিলেশানে জড়িয়ে গেছি, আর তোমার
সাথে থাকতে পারবো না...",
আমি বুঝাতে পারবো না, আমার মধ্যে কি হচ্ছিলো...
আমায় করা ওয়াদা যখন ভেঙ্গে দিয়েছিলে,
নিজেকে বিশ্বাস করাতে পারি নি
বার বার মনে হচ্ছিলো,
হয়ত তুমি আমার সাথে দুষ্টুমি করছ
কিন্তু না, তুমি সিরিয়াস ছিলে
একবার মনে হয়েছিল 
সুইসাইড  করি কিন্তু মনে হলো
জানো,যে আমাকে ভুলে অন্য কাউকে
ভালবাসতে পারলো ,আমি মরে গেলে
সে মনেও রাখবে না
তাই তো আমি সুইসাইড করতে গিয়েও শেষ মুহূর্তে ফিরে এসেছি...!!!




<><><><><><><><><><><><><><><><><>


 ** নিঃসঙ্গতা**

আমার নিঃসঙ্গতা হটাত
আমায় জানান দিয়ে গেলো,
যে আমি আসলে কতটা নিঃসঙ্গ ।
এই ভয়াবহ সত্যটা এড়ানোর জন্য আমার দলবদ্ধ
ভাবে অংসগ্রহনের প্রয়াসগুলো যে আসলে ভয়াবহ রকমের মেকী তা
সত্যিই আমার সীমাবদ্ধতার বাহিরে ছিল।
না এর জন্য আমি দুঃখিত নই ।
হতাশও নই......... আমি শুধুই নিঃসঙ্গ।







<><><><><><><><><><><><><><><><>

 **ভেবনা আমি কাঁদছি **


যদি বৃষ্টির জল চোখ ছুয়ে যায়
ভেবনা আমি কাঁদছি 
 ফিরে আসবেনা জেনেও মিথ্যে আশায় বুক বাঁধছি! 
হতে পারে কান্না অথবা শুধুই বৃষ্টি জল 
হয়ত সেটা মনের হাজার অনুভুতির যোগফল!
কে বা দেখে মনের ব্যাথা আর কে ই বা শোনে কথা 
হাজার কথা গুমরে ফেরে শুধুই নীরবতা!!









  <><><><><><><><><><><><><><><><><>

 **তবে আর সপ্ন দেখবনা**

সপ্ন যদি ভেঙে যাওয়ার জন্যই হয়ে থাকে
তবে আর সপ্ন দেখবনা।
সপ্নকে আড়ি দিয়ে পা বাড়াবো বাস্তবতার পানে।
ভয় ছিল তোমাকে হারানোর,
সেটাকে তুমি সত্যিতে পরিণত করলে।
এখন আর কোন কিছু হারানোর ভয় নেই,
আমার আর কোন দুর্বলতা নেই।
কোন কিছুতেই আর ভেঙে পরবো না।
আমার গন্তব্য এখন আর তোমার দিকে নয়,
ইট পাথরের এই পৃথিবীতে ভাঙ্গা হৃদয়টা নিয়ে
বেঁচে থাকার বাসনাই এখন আমার একমাত্র গন্তব্য





<><><><><><><><><><><><><><><><>

**তুমি চলে গেছো তবু জীবন চলছে জীবনের মত**



তুমি চলে গেছো তবু জীবন চলছে জীবনের মত
মাঝে মাঝে খুব কষ্ট হয়
তোমাকে ছাড়া বাচঁতে

তবু বেঁচে আছি বাঁচার প্রয়োজনে
সত্যিকথা বলতে কি বেঁচে আছি 

বেঁচে থাকতে হয় বলেই
বাকিটা জীবন তোমাকে 

ভালবেসেই কাটিয়ে দিব ...









<><><><><><><><><><><><><><><><><>

 **আমাকে ধরে কাঁদবে**



না জানি কবে সে সময়আসবে

আমাকে ধরে কাঁদবে.....
দুঃখের পেছনে যত সুখ আছে. . .
একদিন রঙ দেখাবে. . .













<><><><><><><><><><><><><><><><>

**সত্যিই ভালো আছি **


একটা সময় ছিল আমি কষ্ট সইতে পারতাম না,
একটা সময় ছিল আমি তোমার কাছ থেকেঅনেক ভালবাসা আশা করতাম ,
একটা সময় ছিল তোমার জন্য আমি অনেক কান্না করতাম, 
কিন্তু আমি তোমাকে ছাড়া সত্যিই ভালো আছি



<><><><><><><><><><><><><><><><>


 আকাশ কেন কাদে জানো ?

 তুমি কি কখনও দূরের ওই নীল আকাশকে দেখেছো?
দেখেছো কি আগ্রহ তার মাটির সাথে মিলনের!!
তুমি কি কখনও আকাশের কান্না দেখেছো?
আকাশ কেন কাদে জানো ?
যেনো দূর থেকে মাটির একটু ছোয়া পায় সেই কারণে !!
একটু খানি ছোয়া পেতে আকাশ কেদেও সুখ খুজে নেয় ,
তাহলে আমি কেন পারবো না তোমাকে ভালবেসে
সারাজীবন কেদে কাটাতে !!!!!




...................................ভাবনা





<><><><><><><><><><><><><><><><><>


**হারাতে হয় স্বপ্নগুলোকে**


ভাললাগার আর ভালথাকার
দিনগুলো কেন যেন দীর্ঘ হয়না !!!
জীবন এমন একটা জায়গায় দাড় করিয়ে দেয়
ভাললাগাটা ধরে রাখতে গেলে
হারাতে হয় জীবনের বাস্তবতা !!!
আর বাস্তবতা মেনে নিলে
হারাতে হয় স্বপ্নগুলোকে !!!!



.........................ভাবনা

85 comments:

  1. ভাললাগার আর ভালথাকার
    দিনগুলো কেন যেন দীর্ঘ হয়না !!!
    জীবন এমন একটা জায়গায় দাড় করিয়ে দেয়
    ভাললাগাটা ধরে রাখতে গেলে
    হারাতে হয় জীবনের বাস্তবতা !!!
    আর বাস্তবতা মেনে নিলে
    হারাতে হয় স্বপ্নগুলোকে !!!!

    ReplyDelete
  2. apnader sob gula lekha ami fb te post korci

    ReplyDelete
  3. apnader sob gula lekha ami fb te post korci

    ReplyDelete
  4. apnader sob gula lekha ami fb te post korci

    ReplyDelete
  5. সত্যিকারের ভালোবাসা পেতে চাইলে গরীব হতে হবে ।

    ReplyDelete
    Replies
    1. কখনো সম্ভব না..........

      Delete
    2. Khub valo sundor akta golpo khub valo laglo

      Delete
  6. ভালবাসার অসম্ভব সব কষ্টের গল্প পড়তে ঘুড়ে আসতে পারেন
    http://valobasharkostergolpo.blogspot.com/

    ReplyDelete
  7. চোখ দুটো বুজে স্বপ্নলোকে,
    আমার ভালবাসা তোমাকেই খোঁজে,
    হৃদয়ের মাঝে সাজে।

    শেষ বিকেলের আলোয় তোমার টোল পড়া মুখ,
    দখিনা বাতাসে দোলা তোমার এলো চুল ।
    মেঘের ভেলায় ভেসে রংধুনুর রং ছুঁয়ে,
    হাত দুটো বাড়িয়ে আমায় ছুঁয়ে দিবে ।

    হাজারো তাঁরার মাঝে ধ্রুবতারা,
    রিনিঝিনি শব্দে তোমার ঐ পথচলা,
    গোছানো সুর এলোমেলো আজ ।

    শেষ বিকেলের আলোয় তোমার টোল পড়া মুখ,
    দখিনা বাতাসে দোলা তোমার এলো চুল ।
    মেঘের ভেলায় ভেসে রংধুনুর রং ছুঁয়ে,
    হাত দুটো বাড়িয়ে আমায় ছুঁয়ে দিবে ।

    ReplyDelete
  8. জীবনটা বড়ই অদ্ভূত, কখন যে কোন দিকে মোড় নেয়, কিছুই বোঝা যায়না।

    ReplyDelete
  9. শরীরের আঘাতের চেয়ে মনের আঘাত অনেক কষ্টের যদি কষ্টটা প্রিয় মানুষ দেয়।

    ReplyDelete
  10. কখনও ভালোবেসে সংসার বাধতে নাই কেননা পরবর্তীতে সেই ভালোবাসাই কষ্টের কারণ হয়।

    ReplyDelete
  11. একমাত্র আল্লাহকে ভয় করে পৃথিবেতে চললে কখনও বিপদ আসবে না।

    ReplyDelete
  12. www.bdmohsin.blogspot.com

    ReplyDelete
  13. www.bdmohsin.blogspot.com

    ReplyDelete
  14. যে, সব হেলাই হারিয়ে ফেলে।
    সে কখনো কেদেও পাইনা।

    ReplyDelete
  15. প্রেম করা মানে অন্নের বউকে পাহারা দেওয়া

    ReplyDelete
  16. আসলে নিশিরাতে কাদলে না কি মন ভালো থাকে। কষ্ট গুলো মুছে যায়।

    ReplyDelete
  17. When you left me, then mine
    How do you like, I can not understand
    When I said, "I'm another
    I got involved with relation, and yours
    Can not live with ... ",
    I can not explain, what was happening between me ...
    When I had broken my promise,
    I could not believe myself
    Thinking again and again,
    Maybe you're naughty with me
    But no, you were serious.
    I think once
    I did suicides but I think
    You know, someone who forgets me
    I could love, if I die
    He will not remember
    So I'm back in the last moment when I'm suicidal ... !!!

    ReplyDelete
  18. পৃথিবী হলো একটা নির্দিষ্ট সময় কাল যেখানে মায়া রয়েছে, মায়ার বন্ধন রয়েছে। দয়া করে মায়া আর ভালোবাসা কে এক করে দিবেন না। একটা দূঃখি বৃদ্ধ মহিলার কষ্টের দেকে তাকিয়ে আমাদেয় মায়া হয়। এ মায়ার মাঝে এক সময় ভালোবাসা ছিল। এখন তা থাকলেও খুব ক্ষনস্থায়ী। আর এখন ভালোবাসা বা লাভ ইউ আরো অনেক হালকা হয়ে গেছে। যাতে মনে হয় যেন শারীরিক এক প্রকার লিপ্সা রয়ে গেছে। মায়াহীন এ ভালোবাসা খুবই অসুন্দর। ভালোলাগা, ভালোবাসা, মায়া মমতা এই সব কিছুর বন্ধনই জীবন।

    ReplyDelete
    Replies
    1. মায়া থেকেই সত্যিকারের ভালবাসা সৃষ্টি হয় ।

      Delete
  19. Tnx for sharing www.bestsimoffer.com

    ReplyDelete
  20. ,😁😁😁😁😁😁😁😁

    ReplyDelete
  21. অনেক ভাল লাগলো

    ReplyDelete
  22. কলি আমি খুব ভালোবাসি তোমাকে।

    ReplyDelete
  23. ভালো হয়েছে। ভাই

    ReplyDelete
  24. Mousumi আমি আজও তোমায় ভালবাসি, জানি তুমি আর কোনোদিন ফিরে আসবে না তবুও আমি তোমায় ভালবাসি

    ReplyDelete
  25. প্রেমে ব্যর্থ হওয়া মনের প্রতিচ্ছবি বলিউডের এই ৩০টি ব্রেকআপ সং - https://bangla.popxo.com/2019/04/best-breakup-songs-in-bengali/

    ReplyDelete
  26. হেরে গিয়েচি এই জিবনে

    ReplyDelete
  27. কাওকে ভালোবাসা মানে নিজেকে কষ্ট দেওয়া।

    ReplyDelete
  28. ভাই আপনে এখানে লিংক কিভাবে ক্লিক করালেন !

    ReplyDelete
  29. কেন জানিনা! তাকেই মনে পড়ে!!

    ReplyDelete
  30. আপনাদের লেখা এই প্রেম কাহিনীটি সবচেয়ে বেশি সুন্দর লেগেছে। পড়ে অনেক মজা পেলাম। এইসব পোস্ট আমাদের উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, আপনাদেরকে দেখে অনুপ্রাণিত হয়ে আমরাও একটি ওয়েবসাইট তৈরি করেছি।
    আরো দেখুন ভালোবাসার গল্প Click Now

    ReplyDelete
  31. Nature is commanded by obeying her.

    ReplyDelete
  32. খুব ভালো লাগলো

    ReplyDelete
  33. This comment has been removed by the author.

    ReplyDelete
  34. খুব সুন্দর। খুব ভালো লেগেছে আপনার লেখাগুলো পড়ে। আমার এফবিতে পোস্ট করব।

    ReplyDelete
  35. This comment has been removed by the author.

    ReplyDelete
  36. সনিয়া তুমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালবাসি,এখন মন এটা ভেবেই সপ্ন দেখে যে তুমি ফিরে আসবে।প্লিজ ফেরে আস💃💃💃💃

    ReplyDelete
  37. আপনার পোস্টটি পড়ে আবেক কে ধরে রাখতে পারলাম না,আজ তার কথা খুব মনে পরতাছে ব্র,,,!! 😪কথাগুলোর সাথে আমার অনেক মিল আছে I Really sad dp Bro..!😪🔥


    ReplyDelete
  38. তুমি কি জান..আমি কে..। আমি হলাম তোমার সেই কস্ট গুলো,....। যেই কস্ট গুলো তোমাকে অন্য কেউ দিয়েছিল, আমি তোমার সেই কস্ট হতে চায়..,।। আমি জানিনা, তাও হয়তো তোমার মণের❤ , দুইটি 💔টুকরো ,।।জানিনা এই মণে জোর বাধবে কিনা ।.. আমি সেই টুকরো মনের একটি 💝অংশ হতে চায়...। .. আমি শুধু তোমারই হতে চায় 💞💞।।

    ReplyDelete
  39. আমার নিঃসঙ্গতা হটাত

    আমায় জানান দিয়ে গেলো,
    যে আমি আসলে কতটা নিঃসঙ্গ ।
    এই ভয়াবহ সত্যটা এড়ানোর জন্য আমার দলবদ্ধ
    ভাবে অংসগ্রহনের প্রয়াসগুলো যে আসলে ভয়াবহ রকমের মেকী তা
    সত্যিই আমার সীমাবদ্ধতার বাহিরে ছিল।
    না এর জন্য আমি দুঃখিত নই ।
    হতাশও নই......... আমি শুধুই নিঃসঙ্গ।

    ReplyDelete
  40. •^v^–[সেই তুমি আজ কেন এত অচেনা ]–^v^•

    ReplyDelete
  41. প্রেমের ছন্দ এর মতো পড়ে খুব ভালো লাগলো।

    ReplyDelete
  42. অনেক ভালো লেগেছে,, ধন্যবাদ।

    ReplyDelete
  43. This is an amazing article. It was a new experience to read this content. We representing this new year so many amazing wishes & greetings. You all are invited to our website for latest new year wishes 2022. Click below for visit us.
    Happy New Year

    ReplyDelete
  44. এত সুন্দর একটি পোষ্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। আপনি চাইলে এরকম আরো অনেক সুন্দর প্রেমের কবিতা পড়তে পারেন।

    ReplyDelete
  45. হে বলেছিলো আমাকে ছেরে কোনদিন যাবে
    সে কথা রাখে নি 😭
    ভালো থাকুক আমার ভালোবাসার মানুষ তার নতুন জিবন অনেক সুন্দর হোক এই আশা করি সবসময় 🙏🏼

    নূর নামে সেই মেয়েটা ♥️

    ReplyDelete
  46. wow. This articale verye nice. Psish visit ouar web side and red Hindi Song Lyrics Thanks. it's a very unique website. i really like this website. thanks for sharing your information. thank you so much.

    ReplyDelete
  47. onk sundor kotha gula

    ReplyDelete
  48. নাম সালেহীন

    ReplyDelete
  49. নাম সালেহীন

    ReplyDelete
  50. Zillul khan
    😔 reply

    ReplyDelete
  51. https://chatgpt.com/c/671bbfa8-b6d4-8013-a3e8-e0a4e9ca2cdd#:~:text=Pinterest%20%E2%80%93-,pin.it,-Reddit%20%E2%80%93%20reddit

    ReplyDelete