“তোমাকে পেতাম যদি “

প্রিয়জনকে ভুলে থাকার জন্য যতই ব্যাস্ত থাকা হোক সেটা শুধু দিনের বেলায় সীমাবদ্ধ ,রাতের দ্বিপ্রহরে অনিচ্ছা সাত্তেও তাকে মনে পড়বেই ,নিজের অজান্তে বুকের গভীর থেকে একটা দীর্ঘশ্বাস আপনা থেকেই বেরিয়ে আসবে ,অকারণে চোখ ভেসে যাবে জলে ,একবার হলেও মনে হবে “ভালবাসা মানে কষ্টের একটা আহত চরণ “তোমাকে পেতাম যদি “……………………………..ভাবনা ...

**উত্তর খুজে পাইনা **

তোমাকে মাঝে মাঝে বুঝতে আমার ভুল হয়ে যায় আমার প্রতি তোমার গভীর ভালবাসার পরিমাপ করতে পারিনা   আমার কষ্টে তোমার পাওয়া কষ্টটা বুঝতে সময় লেগে যায়  তোমার নির্ঘুম রাত গুলোতে যখন একা জেগে থাকো  তখনও বুঝতে পারিনা যে আমার ঘুম নষ্ট করতে চাওনি কেন যে এতো ভালবাসো সেটাও ভাবতে গিয়ে  উত্তর খুজে পাইনা !! ………………………………ভাবনা...

**ভূলের মাসুল **

  """মানুষের জীবনে কিছু ভুল থাকে যার মাশুল অল্প সময় দিলেই হয়ে যায় ,আর এমন কিছু ভূল থাকে যার মাশুল সারাজীবন ধরে দিতে হয় !! ""এক বন্ধুর এই কথা শুনে মনে হলো আমার জীবনে যে ভুল গুলো করেছি তার মাশুল সারাজীবন শুধু না মরণের পরও দিতে হবে ………………………………ভাবনা...

****তাই আমি চলে যাচ্ছি ***

কান্নাটা তোমার জন্য ছিলো কি না জানিনা .... তবে তোমাকে খুব মনে পড়ছিলো.... যদিও জানবে না কোন দিন.,.. তাতে কি..., না জানাই থাক । তুমি তো এটাও জানতে না যে  তোমায় আমি কতটা ভালোবেসে ছিলাম.. আমার কান্নাকে ছাপিয়ে তুমি হেসে চলেছিলে. তাও আবার অন্য কারও জন্য...অন্য কারও সাথে.... আমি চাই তুমি হাসো.... কিন্তু তোমার হাসিটা যে আমায় কষ্ট দেয়. কারন আমি জানি হাসিটা যে আমার...

একটি রাতজাগা পাখির গল্প

মধ্যরাতের জমাটবাঁধা কস্টগুলো- মেঘের মত ছড়িয়ে পড়ে এই হৃদয়ের আকাশে... কিছুতেই ঘুমাতে পারিনা... আমার ঘুম আসেনা... চোখের পাতার নিচে- আমি শুধু নির্জনে লেপন করি তার কালিমাটুকু! কস্টের আড়াল থেকে নিষ্ঠুর পূর্ণিমার মতো... অবাক জোছনা বিলাও এই হৃদয়ের আঙিনায়! শিশির বিন্দু হয়ে টপটপ করে ঝরে পড়ে- আমার দু’চোখের অশ্রুগুলো! রাত্রি বাড়ে... কুয়াশার ধূসর অন্ধকারে- যন্ত্রনায় ছটফট করে রাত জাগা...

বউ

খুব ছোট্ট বেলায় পাশের বাড়ির সদ্য বিয়ে করে আনা বৌকে দেখে ভেবেছিলাম বউ মানে সোনালি জরির পাড়ের ঘোমটায় লালটুক টুকে একটি মুখে লজ্জার আভা! সেই থেকে শুরু তারপর স্কুল ফেরত বালিকার অযথা শাসনে নিজেকে হারিয়ে ভেবেছি বৌ মানে হাজারটা আবদার আচার ,ঝালমুড়ি কাঁচের চুড়ি কত্ত কিছুই চাই তার! কলেজ পড়ুয়া আমি একভোরে ছাদে উঠে দেখলাম পাশের বারান্দায় স্নিগ্ধতায় ডুবে থাকা কাউকে! সেই থেকে একমাথা...

**কিছুই বলার নেই***

তাকিয়ে তাকিয়ে তোমার অামার কাছে থেকে দূরে চলে যাওয়া দেখছি । চোখে জল এসে তাকিয়ে থাকাটা ঝাপসা করে দিচ্ছে ,আমি চোখের জল মুছতেছি না তাকে ঝরে দিতে দিচ্ছি কারণ এখন আর তুমি আমার কান্নাটা দেখবে না ,একটা সময় ছিলো যখন খুব কান্না পেলেও তোমার কষ্ট হবে বলে বার বার চোখ মুছতাম যেন তুমি আমার চোখের জল না দেখ ,যেন আমার কারণে তুমি এতো টুকু কষ্ট না পাও । আমি আজও চাই আমার জন্য তুমি কোন...