দূর্বলতা

”নিজের দূর্বলতা কখনও খুব কাছের কাউকেও বলা উচিত না ,সুয়োগ পেলে সেও দূর্বলতা নিয়ে কষ্ট দিতে ভেবে দেখে না “”………………………………ভাবনা...

সবকিছুই কেমন শুন্য মনে হয়

একদিন ভালবেসে হারিয়ে যেতে চেয়েছিলাম একদিন ভুলে যেতে চেয়েছিলাম তুমি ছাড়া পুরো পৃথিবীকে একদিন বাচতে চেয়েছিলাম নিজের মত করে আর আজ সবকিছুই কেমন শুন্য মনে হয় নিষ্ঠুর নিয়তি নাকি নিষ্টুর মন ????????? .................................ভাবনা  ...

***** অভিমান******

 তুমি কি মানুষ? - হু - তুমি নিজেকে মানুষ ভাবো? - দুর্ভাগ্য, ভাবতে হয় - আমার দূরভাগ্য কি জানো? - হু - তোমার মত মানুষকে ভালোবাসাটা আমার বোকামি ছিল - ভালো - তোমার ইয়ার্কি লাগছে? - না, যুক্তি নিয়ে কথা বললাম - কি যুক্তি - মানুষ প্রথমবার বোকামি করে, দ্বিতীয়বার না। তুমি নিশ্চয় দ্বিতীয়বার বোকামিটা করবে না? - মানে? - মানে নেই বিপাশা এক দৃষ্টিতে পিয়াসের দিকে তাকিয়ে থাকে। তার ইচ্ছে হচ্ছে পিয়াসের গালে চর বসাতে। পাবলিক প্লেসে বিয়েফকে চর মারার বিষয়টা মোটেও স্বাভাবিক দেখাবে না। পিয়াস চুপ করে বসে আছে বিপাশা কি বলে শোনার জন্য।...