Pages - Menu

Pages - Menu

এমন কেন


এমন কেন,
হয়তবা কোন একদিন ভোর হবেনা,
শুধু নিশুতি রাত থাকবে বেঁচে,
তোমার প্রতিটি হৃদকম্প বাঁচবে আমার বুকে জড়িয়ে,
হয়তবা কোন বিকেল হবেনা, সারাটা উদাস দুপুর কাঁটবে চুপচুপ,
ইন্দ্রানী সেনের গানগুলো শুনতে শুনতে এলিয়ে পড়ে বিছানায়,
ক্লান্ত দেহটাকে ছুঁয়ে দিয়ে।
অবসন্নতা তোমার চোখ থেকে নেমে ঠোঁট নাইবা ছুলো,
এ শহরের বাইরে কাটুক না এমনও হাজারো দুপুর,
তুমি আমি,
মুছে যাক বিকেল ঘুঘুর স্নিগ্ধ ডাকে।
তবুও এই শহরে বেঁচে থাকতে হয়,
অঙ্গিকার নামায় সই করে হেঁটে বেড়াতে হয় রাজপথে।
জানো এখানে সকাল, আছে বিকেল আছে,
শুধু নিশুতি রাত কিংবা ক্লান্ত দুপুর নেই,
সেসব মুছে গেছে সেই কবে, আমাদের চোখের অবসন্ন ঘুমের ভীড়ে,
দুচোখ বুজে।
......................................রুদ্র রাফি।

1 comment:

  1. আরো নতুন নতুন Jokes পড়তে ভিজিট করুন
    WWW.VALOBASARGOLPO2.XYZ

    ReplyDelete