Pages - Menu

Pages - Menu

****তাই আমি চলে যাচ্ছি ***

কান্নাটা তোমার জন্য ছিলো কি না জানিনা ....
তবে তোমাকে খুব মনে পড়ছিলো....
যদিও জানবে না কোন দিন.,..
তাতে কি..., না জানাই থাক
তুমি তো এটাও জানতে না যে
 তোমায় আমি কতটা ভালোবেসে ছিলাম..
আমার কান্নাকে ছাপিয়ে তুমি হেসে চলেছিলে.
তাও আবার অন্য
কারও জন্য...অন্য কারও সাথে....
আমি চাই তুমি হাসো....
কিন্তু তোমার হাসিটা যে আমায় কষ্ট দেয়.
কারন আমি জানি হাসিটা যে আমার জন্য নয়...
তাই আমি চলে যাচ্ছি .....
হয়তো ফিরবো না আর

1 comment: